বাংলা

নবম এশিয়ান শীতকালীন গেমসের কাউন্টাউনের ৩০০তম দিনে হারবিনে বিশেষ অনুষ্ঠান

CMGPublished: 2024-04-14 15:36:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৪: ২০২৫ সালে চীনের হারবিনে নবম এশিয়ান শীতকালীন গেমসের কাউন্টাউনের ৩০০তম দিন উলপক্ষে গতকাল (শনিবার) একটি বিশেষ অনুষ্ঠান হারবিন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শীতকালীন অলিম্পিক গেমসের বেশ কয়েকজন চ্যাম্পিয়ন চমত্কার পরিবেশনা করেছেন। এতে নবম এশিয়ান শীতকালীন গেমসের শহরের প্রচারমূলক ভিডিও এবং ক্রীড়ার প্রতীকসহ নানা তথ্য প্রকাশিত হয়েছে।

নবম এশিয়ান শীতকালীন গেমসের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিব, হারবিন শহরের মেয়র চাং ছি সিয়ান এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটিকে গেমসে আমন্ত্রণ জানিয়েছেন।

‘বরফের শহর’ হিসেবে পরিচিত হারবিন চীনের ‘অলিম্পিক গেমসের চ্যাম্পিয়নদের শহর’। সেখানে ১৯৯৬ সালে তৃতীয় এশিয়ান শীতকালীন গেমসের আয়োজন করা হয়েছিলো। বর্তমানে নবম এশিয়ান শীতকালীন গেমসের নানা প্রস্তুতিমূলক কাজ সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে।

লিলি/হাশিম/শিশির।

Share this story on

Messenger Pinterest LinkedIn