বাংলা

কিম জং উনের সঙ্গে চাও ল্য চির সাক্ষাৎ

CMGPublished: 2024-04-13 19:15:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৩: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি আজ (শনিবার) পিয়ংইয়ংয়ে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন। চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের একটি প্রতিনিধিদল নিয়ে দেশটিতে সফরকালে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও শীর্ষ এই আইনপ্রণেতা।

চাও ল্য চি, কিম জং উনকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দিয়ে বলেন,” “সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং ও সিপিসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একটি প্রতিনিধি দল নিয়ে উত্তর কোরিয়ায় সফর এসেছি এবং চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেব। চলতি বছর চীন-উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর বার্ষিকী পালিত হচ্ছে এবং আমরা সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব, একসাথে লড়াই, অভিন্ন ভাগ্য ও উন্নয়নের ৭৫ বছর কাটিয়েছি। নতুন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সঙ্গে দু’পার্টি, দু’দেশের শীর্ষ নেতা ও মানুষের অভিন্ন ইচ্ছা অনুযায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক চীন।”

চাও ল্য চি বলেন, “চীন ও উত্তর কোরিয়ার মৈত্রী প্রতিষ্ঠা করেন দু’পার্টি ও দু’দেশের পুরোনো বিপ্লবীরা এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে মৈত্রী আমাদের অভিন্ন সম্পদ হয়েছে। সিপিসি ও চীনা সরকার সমসময় কৌশলগত ও সুদূরপ্রসারী দৃষ্টিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে দেখে এবং চীন-উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা, উন্নয়ন করা আমাদের অটল নীতি।”

দু’পার্টি ও দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নেতৃত্বে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় আরও অগ্রগতি অর্জন করতে, পরস্পরকে সমর্থন করে, বেইজিং অভিন্ন স্বার্থ রক্ষা করতে চায় বলেও উল্লেখ করেন চাও ল্য চি।

Share this story on

Messenger Pinterest LinkedIn