বাংলা

আফ্রিকার মাঙ্কিপক্স নিয়ে কিনশাসায় জরুরি সম্মেলন

CMGPublished: 2024-04-12 17:00:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১২: কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় আর আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গতকাল (বৃহস্পতিবার) রাজধানী কিনশাসায় আফ্রিকার মাঙ্কিপক্স উচ্চ পর্যায়ের জরুরি সম্মেলন আয়োজন করে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা আফ্রিকান দেশগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যৌথভাবে এ গণস্বাস্থ্য সংকট মোকাবিলার আহ্বান জানান।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বহু বছর ধরে মাঙ্কিপক্স তাঁর দেশে গণস্বাস্থ্যের জন্য একটি বড় সমস্যা হয়ে আছে এবং এতদঞ্চলের অনেক দেশের জন্য হুমকি সৃষ্টি করছে।

আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক জিন ক্যাসিয়া বলেন, বিভিন্ন দেশের সাথে সহযোগিতা চালিয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে মাঙ্কিপক্স ভাইরাসের আন্তঃসীমান্ত বিস্তারের উত্স হতে বাধা দিতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn