বাংলা

কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের অবস্থা শান্ত করার আহ্বান চীনের

CMGPublished: 2024-03-28 18:44:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৮: কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের পরিস্থিতি প্রশমনে সকল পক্ষকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি তাই পিং। বুধবার কঙ্গো প্রজাতন্ত্রের সমস্যা তুলে ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

উপ-প্রতিনিধি বলেন, সম্প্রতি পূর্ব কঙ্গোর সংঘর্ষের আকার আরও গুরুতর হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা নিয়ে সমস্যা নিয়মিতই দেখা দিচ্ছে। এতে আরও বেশি নাগরিক মারা যাচ্ছেন এবং অনেকেই গৃহহীন হচ্ছেন। পরিস্থিতি উদ্বেগজনক এবং এ পরিস্থিতিকে চলতে দেওয়া যায় না বলেও জানান তিনি।

এম-২৩ বিদ্রোহীসহ সশস্ত্র গোষ্ঠীদের অবিলম্বে সহিংসতা বন্ধ করে দখলকৃত এলাকা প্রত্যাহারের আহ্বান জানায় চীন। পাশাপাশি সকল পক্ষকে সংযম প্রদর্শন করে আলোচনার মাধ্যমে মতপার্থক্যের নিরসন এবং পরিস্থিতি শান্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান তাই পিং।

তিনি আরও বলেন, কঙ্গোর পূর্বাঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মানবিক সংকট আরও বাড়িয়েছে। এ ছাড়া মানবিক পরিকল্পনার জন্য পর্যাপ্ত সম্পদ প্রদান এবং কঙ্গোর জনগণের কঠিন পরিস্থিতি উপশমে সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে চীন।

প্রতিনিধি বলেন, গ্রেট লেক অঞ্চলের দেশগুলো কঙ্গোর পূর্ব অংশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে অভিন্ন স্বার্থ ও উদ্বেগ ভাগাভাগি করে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত আঞ্চলিক দেশগুলোকে সংলাপ ও যোগাযোগ জোরদার করতে, দ্বন্দ্ব ও মতভেদ ব্যবস্থাপনা এবং অভিন্ন নিরাপত্তা রক্ষায় সহায়তা করা।

তাই পিংয়ের মতে, জাতিসংঘের উচিত আফ্রিকান উপায়ে আফ্রিকান সমস্যা সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করা এবং নাইরোবি প্রক্রিয়া এবং লুয়ান্ডা প্রক্রিয়াকে কার্যকর ভূমিকা রাখার পর্যায়ে উন্নীত করা।

অনুপমা/ফয়সল/শিশির

Share this story on

Messenger Pinterest LinkedIn