বাংলা

বো’আও এশীয় ফোরামে ‘নতুন মানের উত্পাদন শক্তি’ অতিথিদের আলোচনার বিষয়

CMGPublished: 2024-03-28 18:11:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৮: বো’আও এশীয় ফোরামের ২০২৪ সালের বার্ষিক সম্মেলনে শাখা ফোরামের থিম ভিন্ন হলেও ‘নতুন মানের উত্পাদন শক্তি’ অতিথিদের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সাব-ফোরামের সভায় উপস্থিত অতিথিরা মনে করেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩.১ শতাংশ হবে, যেখানে ২০০৮ সালের আগে বৃদ্ধির হার ছিল প্রায় ৪.৫ শতাংশ। এ অবস্থায় নতুন মানের উত্পাদন শক্তি বৃদ্ধির নতুন সুযোগ আসবে বলে আশা করা হচ্ছে।

বেইজিং বিশ্ববিদ্যালয়ের জাতীয় উন্নয়ন গবেষণালয়ের অনারারি ডিন লিন ই ফু বলেন, বিশ্বের বৃহত্তম বাজার অধিকার করেছে চীন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের অনেক সুযোগ আছে।

চীনের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি’র গভর্নর চিন লিছুন বলেন, নতুন মানের উত্পাদন শক্তি কিছু আংশিক ঐতিহ্যবাহী উত্পাদানের খাত প্রতিস্থাপন করতে পারে, সেই সঙ্গে, আরো নতুন খাতও সৃষ্টি করা যাবে। তরুণদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং নতুন পরিস্থিতির সঙ্গে তাল মেলানো উচিত্ বলে তিনি মনে করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn