বাংলা

চীন বিশ্ব অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে বেশি অবদান রাখবে: জাপানের সাবেক প্রধানমন্ত্রী

CMGPublished: 2024-03-28 18:16:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৮: বৈশ্বিক অর্থনীতিতে চীনের অর্থনীতির প্রভাব বিশাল এবং চীন নিজের অর্থনীতি উন্নয়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বেগবানে অবিরাম অবদান রাখবে বলে প্রত্যাশা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা।

গতকাল (বুধবার) বো’আও এশীয় ফোরামের পরামর্শ কমিটির চেয়ারম্যান ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা চায়না মিডিয়া গ্রুপে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

ফুকুদা বলেন, বো’আও এশীয় ফোরাম হলো বিভিন্ন দেশের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ নীতির পরিচালনা ও বৈশ্বিক উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা ও বিনিময়ের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। চলতি বছরের বার্ষিক সম্মেলনে তিনি ‘প্রযুক্তিগত উন্নয়ন’ থিমের ওপর বেশি মনোযোগ দিয়েছেন। চীনের উচ্চ মানের উত্পাদন শক্তি লালন এবং উন্নয়নে একমত হয়েছেন তিনি। তিনি বলেন, বিশ্বে সবসময় পরিবর্তন হচ্ছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনশীলতা এ উন্নয়ন বজায় রাখতে সক্ষম।

তিনি আরো বলেন, প্রযুক্তিগত গবেষণা দ্রুত গতিতে উন্নয়নের প্রেক্ষাপটে মানবজাতির উন্নয়নের দিক এবং দেশের সঙ্গে দেশের আচরণ আলোচনা করার মতো বিষয়। তিনি মনে করেন, জাপান ও চীনের সহযোগিতার নানা সুযোগ আছে। সহযোগিতার মাধ্যমেই দুটি দেশ উপকৃত হবে। অন্যান্য দেশও এতে উপকৃত হবে।

লিলি/তৌহিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn