বাংলা

হলুদ নদীর তীরে

CMGPublished: 2023-10-04 18:38:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৪, সিএমজি বাংলাডেস্ক: চীনের হোয়াং হো নদী বা হলুদ নদীকে বলা হয় মাতৃনদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন চীনা সভ্যতা। ইয়েলো রিভার অববাহিকায় এক প্রাচীন শহর ছিখোও। শানসি প্রদেশের লিনসিয়ান কাউন্টির অন্তর্গত ছিখোও শহর। এই শহর বাণিজ্যিকভাবে বিখ্যাত। এখানে রয়েছে অনেক প্রাচীন ঐতিহাসিক ভবন। তবে কালের প্রবাহে প্রাচীন ঐতিহাসিক ভবনগুলো হারিয়ে যাচ্ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে ছিখোও প্রাচীন শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা হচ্ছে। নতুনভাবে জাগিয়ে তোলা হচ্ছে এর ঐতিহ্য। এর মাধ্যমে পর্যটন শিল্পকে চাঙা করে তোলা হচ্ছে। সাংস্কৃতিক পর্যটন শিল্পের বিকাশে এই প্রাচীন শহরের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ ও বিকাশে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

এখানকার ত্রিশ হাজার বাসিন্দার মধ্যে পাঁচ হাজার মানুষ জড়িত হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন কাজে। এখানে গড়ে উঠেছে হোমস্টে। বিকশিত হচ্ছে স্থানীয় কারুশিল্প।

সম্প্রতি জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের ছুটিতে হলুদ নদী তীরের সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগে এখানে এসেছেন অনেক পর্যটক।

শান্তা/হাশিম

Share this story on

Messenger Pinterest LinkedIn