আট মাসে চীনে উদীয়মান শিল্পে ৩০ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি
অস্টোবর ৪: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, কেন্দ্রীয় কৌশলগত উদীয়মান শিল্পে ৮৪০০০ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। শিল্পে উন্নতির পাশাপাশি শিল্পচেইনের বিকাশও ঘটেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন এ তথ্য জানায়।
চীনের কৌশলগত উদীয়মান শিল্পগুলো বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব ও রূপান্তরের নতুন পথে সামনে এগিয়ে যাচ্ছে। দেশের নতুন উন্নয়নের ভিত্তি এ শিল্প। চীনের অর্থনৈতিক উন্নয়নে "নতুন শক্তি" হিসাবে কাজ করছে এই শিল্প। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশনও এ শিল্পের উন্নয়নে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করছে।