ব্যাংককে গুলিবর্ষণের ঘটনায় এক চীনা নিহত
অক্টোবর ৪: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শপিং মলে মঙ্গলবারের গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে একজন চীনা নাগরিকও রয়েছেন। তা ছাড়া, অন্য একজন চীনা এতে আহতও হন। ব্যাংককে চীনা দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।দূতাবাস জানায়, ঘটনার পরপরই দূতাবাস দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সময়মতো ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়। তাঁরা আহতকে হাসপাতালে দেখতেও যান।
দূতাবাস আরও জানায়, দুর্ঘটনার পর থাই প্রধানমন্ত্রী নিজে হাসপাতালে আহত চীনা নাগরিকের খোঁজখবর নিয়েছেন। থাই প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আলাদাভাবে চীনা রাষ্ট্রদূত হান চি ছিংকে ফোন দিয়ে শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, থাইল্যাণ্ডে চীনা নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে আপ্রাণ প্রচেষ্টা চালানো হবে।