উত্তর ইরাকে পিকেকে লক্ষ্যবস্তুতে তুর্কি হামলা
অক্টোবর ৪: তুর্কিয়ের সশস্ত্রবাহিনী স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) রাতে উত্তর ইরাকের পিকেকে-র বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আবারও বিমান-হামলা চালায়। এতে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, তুর্কি বাহিনী উত্তর ইরাকের মাইতিনা, কান্দিলসহ বিভিন্ন স্থানে বিমান-হামলা চালায়। এতে পিকেকের একাধিক গুদাম, দুর্গ ও গুহাসহ ১৬টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়।
উল্লেখ্য, গত পয়লা অক্টোবর তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সাধারণ ব্যুরোর গেটে দু'জন লোক গাড়িবোমা হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীদের একজনকে পিকেকে-র সশস্ত্র সদস্য হিসেবে চিহ্নিত করে।