ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার সমালোচনায় মেক্সিকোর প্রেসিডেন্ট
অক্টোবর ৪: ইউক্রেনে সামরিক সাহায্য হিসেবে বিপুল মার্কিন অর্থ বিনিয়োগকে ‘সবচেয়ে অযৌক্তিক বিষয়’ বলে আখ্যায়িত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ।
গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস ইউক্রেন যুদ্ধের জন্য কতো টাকা বরাদ্দ দিয়েছে? ৩০০০ থেকে ৫০০০ কোটি মার্কিন ডলার, যা অযৌক্তিক ও ক্ষতিকারকও বটে।
লোপেজ আরও বলেন, অভিবাসনের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের উচিত ল্যাটিন আমেরিকায় অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বাড়ানো। যুক্তরাষ্ট্রকে ক্রমাগত তার কৌশল সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং অন্যান্য দেশকে সম্মান করতে শিখতে হবে। এখন আর মেক্সিকান সরকারকে অবজ্ঞা করার সুযোগ নেই।