৭৪তম আন্তর্জাতিক মহাকাশচারী সম্মেলন শুরু
অস্টোবর ২: গতকাল (সোমবার) আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৭৪তম আন্তর্জাতিক মহাকাশচারী সম্মেলন। সম্মেলনের থিম হচ্ছে: "বিশ্বের চ্যালেঞ্জ ও সুযোগ: মহাকাশকে সুযোগ দেওয়া"। ১০০টিরও বেশি দেশ থেকে ৫ হাজারেরও বেশি বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনা মহাকাশচারী চিং হাই ফেং, চু ইয়াং চু এবং কুই হাই ছাও চীনের মহাকাশকেন্দ্র থেকে ভিডিও-শুভেচ্ছা জানান। তাঁরা আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তাঁর পিতা হায়দার আলীর সাথে ১৯৭৩ সালের আন্তর্জাতিক মহাকাশচারী সম্মেলনে অংশগ্রহণের ঐতিহাসিক ছবিগুলো দেখান।
ইলহাম আলিয়েভ তাঁর বক্তৃতায় চীনা মহাকাশচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসের আয়োজন বিশ্বের মহাকাশ শিল্পের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আজারবাইজানের মহাকাশ শিল্প, উচ্চ প্রযুক্তি, ও আধুনিক উন্নয়নে অবদান রাখবে।