বাংলা

‘বকেয়া জাতিসংঘের অর্থ সংকটের মূল কারণ’

CMGPublished: 2023-10-03 16:00:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অস্টোবর ৩: যেসব দেশের সবচেয়ে বেশি চাঁদা দেবার কথা, সেসব দেশের কয়েকটির বিপুল বকেয়া জাতিসংঘের বর্তমান অর্থসংকটের জন্য দায়ী। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিং গতকাল (সোমবার) সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্রশাসনিক ও বাজেট কমিটির (পঞ্চম কমিটি) নিয়মিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, এ সমস্যা সমাধান মূল থেকে করতে হবে, স্বল্পমেয়াদী অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করা চলবে না। জাতিসংঘের অর্থ বরাদ্দকে অবশ্যই নিরাপত্তা, উন্নয়ন ও মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট করতে হবে; জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর বৃদ্ধি করতে হবে; সচিবালয়ের কর্মীদের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn