তুর্কিয়েতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ২০ জন সন্দেহভাজন আটক
অস্টোবর ৩: তুর্কিয়ে সরকার দেশের একাধিক এলাকায় একযোগে অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল (সোমবার) সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইস্তাম্বুলসহ ২৬টি স্থানে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের মধ্যে তুর্কিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্যও রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনগুলোকে লুকিয়ে থাকার জায়গা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ আছে।