ছেংতুতে হবে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য উত্সব
অস্টোবর ৩: অক্টোবর মাসের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চীনের ছেংতুতে অনুষ্ঠিত হবে অষ্টম আন্তর্জাতিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য উত্সব। উত্সবে ৯০০টিরও বেশি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হবে এবং এতে ৫ সহস্রাধিক আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
উত্সবে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ছেংতু ফোরাম, আধুনিক জীবনে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী, আন্তর্জাতিক হস্তশিল্প প্রদর্শনী, এবং বাশু আন্তর্জাতিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য খাদ্য সপ্তাহ আয়োজন করা হবে। চীনের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য যাদুঘর এবারের উত্সবে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, চলতি বছর ইউনেস্কোর ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা কনভেনশন’ গ্রহণের ২০তম বার্ষিকী।