বাংলা

চীন-সৌদি আরব সাংস্কৃতিক বিনিময় চুক্তি

CMGPublished: 2023-10-02 16:34:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অস্টোবর ২: চীন ও সৌদি আরবের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (রোববার) রিয়াদে সিপিসি-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান চাং চিয়ান ছুন এবং সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী হামিদ বিন মোহাম্মদ আল ফয়েজ, ‘সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা’ শীর্ষক চুক্তিতে স্বাক্ষর করেন।

পরিকল্পনা অনুযায়ী, চীন ও সৌদি আরব দুই দেশের ক্লাসিক এবং গুরুত্বপূর্ণ সাহিত্য অনুবাদ ও প্রকাশ করবে; একে অপরের ভূমিতে আয়োজিত গ্রন্থমেলায় অংশগ্রহণ করবে; দু’দেশের সভ্যতার মধ্যে পারস্পরিক বিনিময় ও বোঝাপড়া বাড়াবে; এবং চীন-সৌদি আরব সার্বিক কৌশলগত অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নের জন্য সংস্কৃতিকে ব্যবহার করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn