বুদ্ধিমান যানবাহনের মান ঠিক করবে শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
অস্টোবর ২: চীনে বুদ্ধিমান যানবাহনের মান ঠিক করে দেবে দেশের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট যানবাহনের জন্য সহায়কনীতি, মান, ও বিধান উন্নত করা হবে; বিদ্যমান মানের সংশোধন ত্বরান্বিত করা হবে; এবং অটোমোবাইল, অবকাঠামো, তথ্য ও যোগাযোগের ক্ষেত্রের সাথে বুদ্ধিমান যানবাহনের নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী শিন কুও পিন সম্প্রতি বলেন, বছরের পর বছর ধরে ক্রমাগত প্রচেষ্টার পর, চীনের বুদ্ধিমান অটোমোবাইল শিল্পে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় উদ্ভাবনী কনসোর্টিয়াম প্রতিষ্ঠা করতে, একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে, একে অপরের ক্ষমতায়নে ভূমিকা রাখতে, এবং মূল প্রযুক্তি আবিষ্কার করতে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম এন্টারপ্রাইজগুলোকে সহায়তা করবে বলেও তিনি জানান।