বাংলা

এশিয়ান গেমসের থিমসংয়ের মিউজিক ভিডিও প্রকাশ সিএমজির

CMGPublished: 2023-10-01 18:25:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক : সম্প্রতি এশিয়ান গেমসের থিম সংয়ের একটি মিউজিক্যাল ভিডিও প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, যেখানে জিদার ইন্সট্রুমেন্টের মাধ্যমে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং ভিয়েতনামের মিউজিশিয়ানদের পরিবেশনা প্রদর্শন করা হয়েছে।

কুচং একটি ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটি হান এবং থাং রাজবংশের সময় সিল্ক রোডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সময়ের সাথে সাথে, এটি এক ধরণের জিদার যন্ত্রে পরিণত হয়েছে।

থিম সং "হার্ট টু হার্ট" সুর পরিবেশন করার জন্য চেচিয়াং বৈশিষ্ট্যসহ লোক সুরের উপর ভিত্তি করে পাঁচটি দেশের শিল্পীদের একত্রিত করা হয়। এতে প্রতিটি দেশের কুচংয়ের কাঠের বৈশিষ্ট্য এবং বাজানোর দক্ষতা প্রদর্শন করা হয়।

সুরকার লি লেই বলেন, ইয়াংজি নদীর দক্ষিণের মনোমুগ্ধকর প্রদর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি, ফ্যাশন এবং জীবনীশক্তি, সেইসাথে সমসাময়িক চীনের উন্মুক্ততা, সহনশীলতা এবং আধুনিক সমৃদ্ধ হাংচৌ শহরকেতুলে ধরা এই সংগীতের লক্ষ্য।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিসিটিভি।

Share this story on

Messenger Pinterest LinkedIn