ছো ওইয়ু পর্বতশৃঙ্গে পৌঁছেছে চীনের বৈজ্ঞানিক গবেষণাদল
অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক: বৈজ্ঞানিক গবেষণা চালানোর লক্ষ্যে রোববার সকালে চীন-নেপাল সীমান্তবর্তী চো ওইয়ু পর্বতশৃঙ্গে পৌঁছেছে ১৮ সদস্যের একটি চীনা অভিযাত্রী দল।
৮ হাজার ২০১ মিটার উচ্চতার চো ওইয়ু পর্বতশৃঙ্গ বিশ্বের ষষ্ঠ-সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বা ছোমোলাংমার পর এটিই ৮ হাজার মিটারের বেশি উচ্চতার কোনও পর্বতশৃঙ্গ যেখানে পৌঁছলেন চীনা গবেষকরা।
অভিযাত্রী দলটি শুক্রবার ৫ হাজার ৭শ’ মিটার উচ্চতায় অবস্থিত একটি ক্যাম্প থেকে রওনা হয়। এ দলের দায়িত্ব হলো পর্বতশৃঙ্গে একটি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন, তুষার ও বরফের পুরুত্ব পরিমাপ করা এবং পর্বতচূড়া থেকে বরফ ও পাথরের নমুনা সংগ্রহ করা।
চীনের বিজ্ঞান একাডেমির বিশেষজ্ঞ ইয়াও থানতুং বলেন, চো ওইয়ু পর্বতে এবারের অভিযান অতি উচ্চতায় ব্যাপক বৈজ্ঞানিক গবেষণা চালানোর ক্ষেত্রে চীনের সক্ষমতার প্রমাণ।
এবারের অভিযানটি ২০১৭ সালে শুরু হওয়া ছিংহাই-তিব্বত মালভূমিতে দ্বিতীয় ব্যাপক বৈজ্ঞানিক অভিযানের অংশ।
সেপ্টেম্বরের শেষদিক থেকে মোট ১২০ জন বিজ্ঞানী পর্বতের চারপাশে পানি, বাস্তুবিদ্যা ও মানুষের কার্যকলাপের উপর গবেষণা চালাচ্ছেন। - রহমান/হাশিম
তথ্য: সিজিটিএন।