বাংলা

টানা আট দিনের ছুটিতে প্রতিদিন ভ্রমণ করবে ১০ কোটি পর্যটক

CMGPublished: 2023-10-01 18:23:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টেবর ১, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের টানা আট দিনের ছুটিতে চীনজুড়ে প্রতিদিন গড়ে ভ্রমণ করবেন ১০ কোটিরও বেশি মানুষ। সম্প্রতি এ প্রত্যাশার কথা জানিয়েছেন চীনের চায়না ট্যুরিজম একাডেমির প্রেসিডেন্ট তাই বিন ।

প্রেসিডেন্ট তাই বিন বলেন, "এবারের ছুটিতে সবেচেয়ে চাঙ্গা হবে দেশের পর্যটন খাত। তাই এবারের ছুটির এই সময়কে বলা হচ্ছে ‘গোল্ডেন উইক’।

অনলাইন প্ল্যাটফর্ম মেইথুয়ান ও তিয়ানপিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটন প্ল্যাটফর্মগুলোতে ২০১৯ সালের একই সময়ের তুলনায় অর্ডার দ্বিগুণ হয়েছে।

এদিকে, মধ্য-শরৎ এবং জাতীয় দিবসের ছুটির প্রায় এক সপ্তাহ আগে, পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের শাংরাও শহরের ওয়াংসিয়ান ভ্যালি সিনিক স্পট ও এর আশেপাশে ৬ হাজারটিও বেশি হোটেল বুকিং হয়েছে।

ভ্যালি সিনিক স্পটের তিং ইয়ংসিয়াও বলেন, "এ বছর পর্যটকদের আরও আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিদিন ২৫ হাজার ভ্রমণকারীর অনলাইন রিজার্ভিং সিস্টেম গ্রহণ করেছি,"।

প্রসঙ্গত, চলতি বছরের মধ্য-শরৎ উৎসব ও জাতীয় দিবসের ছুটি ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn