চীনের জাতীয় দিবসে রাজধানী বেইজিংয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান
অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক: ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে বেইজিংয়ের থিয়ানআনমেন স্কোয়ারে একটি জমকালো পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চীনের গণমুক্তি ফৌজের গার্ড অব অনারের ৯৬ জন সদস্যের একটি চৌকস দল যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকাটি চত্বরে নিয়ে যায় এবং আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে।
জাতীয় দিবসে থিয়ানআনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান দেখা চীনাদের কাছে বরাবরই অত্যন্ত আগ্রহ ও ভালোবাসার বিষয়।
পতাকা উত্তোলনের আবেগপূর্ণ মুহূর্তটির জন্য সারাদেশ থেকে হাজার হাজার দর্শক রোববার ভোরে স্কোয়ারে জড়ো হন। জাতীয় পতাকা উত্তোলনের সময় তারা চীনের জাতীয় সংগীত গান। অনেকের হাতে জাতীয় পতাকা এবং মুখে জাতীয় পতাকার স্টিকার ছিল।
জাতীয় দিবস উদযাপনে সাজসজ্জার অংশ হিসাবে স্কোয়ারের মাঝখানে একটি বিশাল ফুলের ঝুড়ি বসানো হয়েছে।
হাশিম/রহমান
তথ্য ও ছবি: সিসিটিভি/চায়না ডেইলি।