বাংলা

যৌথভাবে ড্রোন প্রদর্শন করল হংকং-শেনচেন

CMGPublished: 2023-10-01 18:24:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য-শরৎ উৎসব উদযাপনে যৌথভাবে প্রথমবারের মতো ড্রোন শো প্রদর্শন করেছে চীনের কুয়াংতং প্রদেশের শেনচেন ও বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। শনিবার শেনচেনের ওসিটি হারবার ও হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে প্রদর্শন করা হয় এই ড্রোন শো।

উজ্জ্বল আলোয় আলোকিত হয় ওসিটি হারবার ও ভিক্টোরিইয়া হারবার। রাতের আকাশে ১ হাজার ২০০টি ড্রোন চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা, পাখি ও ফুলের প্রতিচ্ছবি বাহারী আলোয় তুলে ধরে। আর এই আলোক প্রদর্শনী দেখতে ভিড় করেন স্থানীয়রা।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- চায়না ডেইলি।

Share this story on

Messenger Pinterest LinkedIn