নিজের স্বার্থে বৈরিতা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র: চীন
জুন ৩: আজ (শনিবার) সিঙ্গাপুরে ২০তম শাংরি-লা সংলাপে যোগদানকারী চীনা প্রতিনিধিদল এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি তার এক বক্তৃতায় বহুবার চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের জয়েন্ট স্টাফ বিভাগের ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল চিং চিয়েনফোং সংবাদ সম্মেলনে কথা বলেছেন।
তিনি বলেন, অস্টিনের মুখে উচ্চারিত তথাকথিত ‘ইন্দো-প্যাসিফিক কৌশল’ তার দেশের আধিপত্যকে সুসংহত করার হাতিয়ার। এই কৌশল গোষ্ঠী সংঘাতকে উস্কে দিচ্ছে। স্নায়ুযুদ্ধের পর ৩২ বছর পার হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তার মানসিকতা পরিবর্তন করেনি। তারা ‘চতুর্ভুজ ব্যবস্থা’ এবং ‘ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব’ তৈরি করছে। মতাদর্শের ভিত্তিতে ছোট্ট উপদল গড়ে তুলছে এবং বৈরিতা উস্কে দিচ্ছে।
তিনি বলেন, চীন শান্তিকে গুরুত্ব দিয়ে থাকে। দশ বছর আগে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেছেন। গত ১০ বছরে তা চিন্তা থেকে বাস্তবে রূপ নিয়েছে। চীন বিশ্ব উন্নয়ন প্রস্তাব, নিরাপত্তা প্রস্তাব, এবং সভ্যতা প্রস্তাব উত্থাপন এবং বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হলো সহযোগিতা এবং উন্নয়নের জায়গা। এই অঞ্চলের সবার সঙ্গে হাতে হাত রেখে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে চীন।
লিলি/এনাম/রুবি