বাংলা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আসাদ মাজিদ

CMGPublished: 2023-03-18 18:56:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ১৮: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব জনাব আসাদ মাজিদ।

ছিন কাং বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে ‘লোহার মতো’ বন্ধুত্ব সময় ও আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চীনের মূল স্বার্থের বিষয়ে দৃঢ় সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। চীন দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়। পাশাপাশি, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণকাজ দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা এগিয়ে নেবে বলেও তিনি উল্লেখ করেন।

জনাব মাজিদ বলেন, পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাঁর দেশ ‘এক-চীন নীতি’ মেনে চলে। বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং পাকিস্তান-চীন সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদারিত্ব সুসংহত করতে চায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn