বাংলা

বেইজিংয়ের পার্কগুলোতে বসন্ত উৎসবে ৬১টি অনুষ্ঠান

CMGPublished: 2023-01-27 17:28:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং জুড়ে ১৭টি পার্কে চলমান ৭দিনের বসন্ত উৎসবে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ছিলো ফুল প্রদর্শনী ও সিংহ নাচসহ মোট ৬১টি সাংস্কৃতিক পরিবেশনা। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

বেইজিং মিউনিসিপ্যাল ফরেস্ট্রি অ্যান্ড পার্কস ব্যুরোর তথ্য অনুসারে চায়না ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে জীববৈচিত্র্য সংরক্ষণের থিম সম্বলিত একটি প্রদর্শনীতে দেখানো হয় ২শ' প্রজাতির ফুল।

পার্কগুলোতে বরফ-তুষার ক্রীড়া এবং বিভিন্ন বিনোদন কার্যক্রমও ছিল পুরো মাত্রায়। বেইজিং মিউনিসিপ্যাল ফরেস্ট্রি অ্যান্ড পার্কস ব্যুরোর প্রধান ফং ছিয়াং জানান, সামার প্যালেস ও পেইহাই পার্কসহ ২৫টি পার্কে আইস কার, আইস স্লাইড এবং স্নো ফ্রিজবিসহ বিভিন্ন শীতকালীন ক্রীড়ার আয়োজন ছিল।

শুধু বৃহস্পতিবারই বেইজিংয়ের পার্কগুলোতে ৬ লাখ ৩০ হাজার দর্শক প্রবেশ করেছেন। যার মধ্যে সামার প্যালেসে ৭৫হাজার ৪০০ দর্শক এসেছেন। বৃহস্পতিবার ছিল ছুটির ষষ্ঠদিন।

শান্তা/সাজিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn