বাংলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন চীনে নিযুক্ত জাতিসংঘ শীর্ষ কর্মকর্তা

CMGPublished: 2023-01-27 17:25:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি চীনা জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় খরগোশ বর্ষে সমৃদ্ধির প্রত্যাশা করেন এই কর্মকর্তা।

শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, "চীনে অবস্থিত জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে, আমি চীনের সকল মানুষকে এবং তাদের প্রিয়জনকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাই।"

কর্মকতা বলেছেন যে চীন এবং জাতিসংঘের মধ্যে সহযোগিতা গত বছরে সফল হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার সাথে একটি বৈঠক করেছেন এবং তা ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীন সফর করেছেন বলে উল্লেখ করেন সিদ্ধার্থ চ্যাটার্জি।

২০২৩ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে, চ্যাটার্জি উল্লেখ করেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি ফেব্রুয়ারির শুরুতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে চীন সফর করবেন। এটি হবে চীনে তার প্রথম সরকারি সফর।

চ্যাটার্জি জাতিসংঘ ও বিশ্বে চীনের অবদানের কথা তুলে ধরেন। এ সময় তিনি উল্লেখ করেন, চীন জাতিসংঘের বাজেট ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শান্তা/সাজিদ

Share this story on

Messenger Pinterest LinkedIn