বাংলা

চীনের মহাপ্রাচীরকে আলোকিত করেছে শীতকালীন ক্রীড়া

CMGPublished: 2023-01-25 16:13:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উত্সব বা চীনা নববর্ষ উদযাপনের ছুটির সময়কার রাতগুলোকে বেইজিংয়ের পাতালিংয়ে মহাপ্রাচীর সাজানো হয় বর্ণিল আলোয়। ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাতাংলিং মহাপ্রাচীরের আলোকসজ্জা আর তার পার্শ্ববর্তী ব্যস্ত স্কিইং ও স্কেটিং স্থানগুলোর আলোকসজ্জা একাকার হয়ে যায় ওই সময়।

মহাপ্রাচীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাতালিং স্কি রিসোর্ট শীতকালীন নানা মজার কর্মকাণ্ডের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে।

পাতালিং স্কি রিসোর্টের মহাব্যবস্থাপক ইয়াও ইয়ু বলেন, "প্রশিক্ষকদের নির্দেশনায়, যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কাইয়ারদের ট্র্যাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।"

স্কিয়ারদের একজন ওয়াং তা বলেন, "এখন পাতালিং কেবল গ্রেট ওয়ালের জন্য নয়, শীতকালীন ক্রীড়ার জন্যও পরিচিত।"

তিনি জানান, বসন্ত উৎসবের ছুটির সময় ক্রীড়ায় অংশ নিতে ভালো লাগে তার।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ে অনেকগুলো স্কি রিসোর্টকে উন্নত করা হয়েছে, তাই আরও বেশি লোক স্কিইংয়ে যুক্ত হচ্ছেন। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn