বাংলা

মার্কিন বাণিজ্যমন্ত্রীর মন্তব্যকে ভিত্তিহীন বললেন চীনা মুখপাত্র

CMGPublished: 2022-12-02 19:47:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২: যুক্তরাষ্ট্রকে চীন সম্পর্কে তার বোঝাপড়া সংশোধন, প্রেসিডেন্ট বাইডেনের প্রাসঙ্গিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, চীনা কোম্পানিগুলোকে অযৌক্তিকভাবে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং কৃত্রিম বাধা তৈরি বন্ধের তাগিদ দিয়েছে চীন।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রকে বলপ্রয়োগ করে চীনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এবং নিজস্ব স্বার্থের জন্য বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমোন্দো বলেছেন যে যুক্তরাষ্ট্র চীনের সাথে সম্পৃক্ততার নীতি অনুসরণ করে এবং আশা করে যে চীন বহির্বিশ্বের জন্য তার বাজার উন্মুক্ত করবে। তবে, চীন নিজের ভূমিকা বাড়াতে সামরিক-বেসামরিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত একীকরণকে উন্নত করে চলেছে।

মার্কিন মন্ত্রী আরও বলেছেন, চীন থেকে বিচ্ছিন্ন হতে চায় না তাঁর দেশ; তবে, চীনের অর্থনৈতিক জবরদস্তির প্রতিক্রিয়া মোকাবিলা করতে রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার এবং সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা উন্নত করবে যুক্তরাষ্ট্র।

তাঁর এ মন্তব্যের জবাবে চীনা মুখপাত্র বলেন, তাঁর কথা ভিত্তিহীন। সংস্কার ও উন্মুক্ততা হলো চীনের মৌলিক নীতি এবং চীনের উন্মুক্ততার দরজা বন্ধ হবে না, বরং আরও বড় হবে।

লিলি/এনাম/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn