বাংলা

রুশ ‘রেড লাইন’ ক্রস করেছে ন্যাটো: লাভরভ

CMGPublished: 2022-12-02 16:45:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২: গতকাল (বৃহস্পতিবার) ইউরোপের নিরাপত্তা সংস্থার মন্ত্রী পর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও মস্কোয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তাতে তিনি বলেছেন, ন্যাটো রুশ ‘রেড লাইন’ ক্রস এবং আঞ্চলিক উত্তেজনাকে তীব্রতর করেছে।

তিনি বলেন, ১৯৯১ সালে ন্যাটোর সদস্য সংখ্যা ছিল ১৬; এখন তা ৩০-এ দাঁড়িয়েছে। সুইডেন এবং ফিনল্যান্ডও ন্যাটোতে যোগ দিতে চলেছে। রুশ সীমান্তের কাছাকাছি সৈন্য মোতায়েন ও সামরিক স্থাপনা তৈরি করেছে ন্যাটো। তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে। তাদের সামরিক মহড়ায় প্রকাশ্যে তারা রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করছে।

ইউক্রেন ইস্যুতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সরাসরি রুশ-ইউক্রেন সংঘর্ষে জড়িত রয়েছে। তারা ইউক্রেনকে অস্ত্র, সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। ব্রিটেন, ইতালি এবং অন্যান্য দেশ ইউক্রেনকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। একই সময়ে পশ্চিমা দেশগুলো থেকে বিপুল সংখ্যক ভাড়াটে সৈন্য সংঘর্ষে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, ইউক্রেনকে একটি ভূ-রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করে পশ্চিমা দেশগুলো। ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কোন ইচ্ছা তাদের নেই। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করাই পশ্চিমা দেশগুলোর একমাত্র লক্ষ্য নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে পুরোপুরি ধ্বংস করাও তাদের উদ্দেশ্য।

Share this story on

Messenger Pinterest LinkedIn