বাংলা

সিএমজি’র সাথে রুয়ান্ডার প্রেসিডেন্টের একান্ত স্বাক্ষাত্কার

CMGPublished: 2022-11-26 18:29:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬: রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক একান্ত স্বাক্ষাত্কারে তাঁর দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নসহ নানান বিষয়ে কথা বলেন।

স্বাক্ষাত্কারে তিনি বলেন, একটি দেশের সামাজিক পরিস্থিতি অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। রুয়ান্ডার আছে নিজস্ব পরিবেশ ও সামাজিক পরিস্থিতি। রুয়ান্ডা একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির কোনো নৌবন্দর নেই। পাহাড়ি অঞ্চলের আধিক্যের কারণে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করতে গেলে খরচ অন্য দেশগুলোর তুলনায় দ্বিগুণ হয়ে যায়। এ সব বিশেষ পরিস্থিতিকে মাথায় রেখে রুয়ান্ডার উন্নয়নের বিষয় ভাবতে হয়।

তিনি বলেন, জনশক্তিকে লালন করতে হবে, শিক্ষার উন্নয়নে মনোযোগ দিতে হবে। গণস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে যে-কাঠামো দরকার, তা নির্মাণ করতে হবে। অতীতের ভুল থেকে শিখে বর্তমানের সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হবে।

প্রেসিডেন্ট কাগামে বলেন, রুয়ান্ডার অর্জিত অগ্রগতিতে চীনের অবদান আছে। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত ২০ বছরের এজেন্ডা বাস্তবায়নে রুয়ান্ডার অবকাঠামো নির্মাণকাজ, গণস্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ব্যবস্থা প্রতিষ্ঠায় চীন ব্যাপক ভূমিকা পালন করেছে। তাঁর দেশ চীনের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, রুয়ান্ডা অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে, তাদের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী।

Share this story on

Messenger Pinterest LinkedIn