জি-৭ ‘এক চীননীতি’ বাস্তবায়নের চেষ্টা করবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশাবাদ
সেপ্টেম্বর ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জার্মানি ও অন্যান্য জি-৭ সদস্যরাষ্ট্র কেবল ‘এক চীননীতি’ সমর্থনই করবে না, এই নীতি বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপও নেবে বলে বেইজিং আশা করে।
ওয়াং ওয়েন পিন বলেন, তাইওয়ান প্রণালীর দু’তীর এক চীনের অন্তর্গত। তাইওয়ান চীনের একটি অংশ। চীনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না।
তিনি বলেন, তাইওয়ান প্রণালীর স্থিতাবস্থার মূল কথা হচ্ছে ‘এক চীননীতি’। চীন স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না, বরং এটা করছে তাইওয়ানের ডিপিপি কর্তৃপক্ষ ও বহিরাগত শক্তি।