বাংলা

হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকী পালিত; সি চিন পিংয়ের অংশগ্রহণ

CMGPublished: 2022-07-01 15:26:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১: হংকংয়ের চীনের মূল ভূভাগে ফিরে আসার ২৫তম বার্ষিকী হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে আজ (শুক্রবার) সকালে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। হংকংয়ের প্রদর্শনীকেন্দ্রে এ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হংকংয়ের ষষ্ঠ প্রধান নির্বাহী শপথগ্রহণও করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী চীনের পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা উত্তোলন করা হয়। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ প্রধান নির্বাহী লি চিয়াছাও ও তাঁর স্ত্রী লিন লিছানের সাথে প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে বিপুলভাবে করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত সবাই দাঁড়িয়ে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় সঙ্গীত গান। পরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তত্ত্বাবধানে শপথ নেন হংকংয়ের নতুন প্রধান নির্বাহী লি চিয়াছাও।

Share this story on

Messenger Pinterest LinkedIn