বাংলা

ন্যাটো বিশ্বকে বিশৃঙ্খল করার আরেকটি প্রমাণ: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-07-01 11:37:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১: ন্যাটোর মাদ্রিদ শীর্ষসম্মেলনে গৃহীত সর্বশেষ কৌশলগত দলিলে প্রথমবারের মতো চীনের কথা উল্লেখ করে অপবাদ দিয়ে বলা হয়েছে যে, চীন ইউরোপ-প্রশান্ত অঞ্চলের জন্য ব্যবস্থাগত হুমকি সৃষ্টি করেছে। আসলে এটি ন্যাটোর বিভিন্ন পক্ষের মধ্যে বৈরিতা তৈরি করার আরেকটি প্রমাণ। আসলে ন্যাটো হল বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার হুমকি। সিএমজি সম্পাদকীয় একথা বলেছে।

যুক্তরাষ্ট্র চীনকে তার বৃহত্তম কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্ধারণ করেছে, আর ন্যাটো ফের মার্কিন যন্ত্র হিসেবে যুক্ত হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনিও ব্লিনকেন চীন-বিষয়ক নীতি প্রকাশের সময় বলেছিলেন, চীন চারদিকে কৌশলগত পরিবেশ স্থাপন করতে হবে। চলতি বছরের ন্যাটো শীর্ষসম্মেলনে প্রথমবারের মত জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা অংশ নিয়েছে। এর উদ্দেশ্য হল চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিবেশ সৃষ্টি করা।

চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, কোনো আর্থিক শাস্তি আরোপ করে না, কোনো একতরফা নিষেধাজ্ঞাও জারি করে না। কীভাবে চীন ন্যাটোর জন্য ব্যবস্থাগত হুমকি হতে পারে? তবে ন্যাটো নিজেই, প্রতিশ্রুতি ভেঙে বার বার পূর্ব দিকে সম্প্রসারণ করেছে, বার বার নিরাপত্তা পরিষদের বাইরে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

এবারের শীর্ষসম্মেলনে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিয়েছে। অর্থাৎ ন্যাটোর ষষ্ঠ দফার সম্প্রসারণ হলো। ইতিহাস প্রমাণ করেছে যে, প্রত্যেকবার ন্যাটোর সম্প্রসারণের ফলে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn