বাংলা

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রথম পানিবিদ্যুতকেন্দ্র চালু

cmgPublished: 2022-06-30 20:37:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৩০: চীনের সানসিয়া গোষ্ঠীর বিনিয়োগে নির্মিত, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রথম পানিবিদ্যুত প্রকল্প—পাকিস্তান কারোত পানিবিদ্যুতকেন্দ্র গতকাল (বুধবার) পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হয়েছে।

এদিন কারোত পানিবিদ্যুতকেন্দ্র চালুর অনুষ্ঠানে পাকিস্তানের বেসরকারি বিদ্যুত ও অবকাঠামো ব্যবস্থাপনা কমিটির স্থায়ী চেয়ারম্যান মুনাওয়ার ইকবাল বলেন, সানসিয়া গোষ্ঠী কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন কঠিনতা অতিক্রম করে সফলভাবে কারোত পানিবিদ্যুতকেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন করেছে। এ ছাড়াও, গোষ্ঠীটি স্থানীয় আবাসিক এলাকার টেকসই উন্নয়নে সহায়তা দিয়েছে। তিনি পাক সরকারের পক্ষ থেকে সানসিয়া গোষ্ঠীকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, পাক সরকার অব্যাহতভাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় জ্বালানিসম্পদ খাতে সহযোগিতার উদ্দেশ্য বাস্তবায়ন এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা বাস্তবায়নের চেষ্টা করে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn