বাংলা

ব্রিক্স টেসকই উন্নয়ন উচ্চ পর্যায়ের ফোরাম চীনের ফুচৌ শহরে শুরু

cmgPublished: 2022-06-30 20:32:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৩০: ব্রিক্স টেকসই উন্নয়ন উচ্চ পর্যায়ের ফোরাম গতকাল (বুধবার) ফুচৌ শহরে শুরু হয়। দুই দিনব্যাপী ফোরামে ব্রিক্স দেশগুলোর সরকারি সংস্থা, আর্থিক সংস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা, শিল্প সমিতি, শিল্প এলাকা, বিখ্যাত্ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ৪ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক চাও ছেন সিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের ফোরামের উদ্দেশ্য হলো ব্রিক্স দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। ফোরামে মহামারী প্রতিরোধ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি উন্নয়নের সুযোগের যৌথ ব্যবহার, শিল্প চেইন ও সরবরাহ চেইনের সংযুক্তি, সবুজ ও নিম্ন কার্বন উন্নয়ন বাস্তবায়ন, এবং উদ্ভাবন খাতে সহযোগিতার মতো ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn