বাংলা

হংকংয়ে প্রেসিডেন্ট সি ও ক্যারি লামের বৈঠক

CMGPublished: 2022-06-30 20:22:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৩০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বিকেলে হংকংয়ে এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ক্যারি লাম চেং ইউয়েত-এনগোরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, “গত পাঁচ বছরে, কেন্দ্রীয় সরকারের দৃঢ় সমর্থনে, আপনি বিশ্বস্ততার সাথে প্রধান নির্বাহীর সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ও মৌলিক আইনকে দৃঢ়ভাবে বাস্তবায়ন করেছেন। বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার আইন অনুযায়ী শাসনকাজ পরিচালনা করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করেছে, এবং তাদের নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করেছে। কোভিড মহামারী জাতীয় উন্নয়নের সামগ্রিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নে স্বার্থ এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষার জন্য, ‘দেশপ্রেমিকদের দ্বারা হংকং শাসন’ নীতি বাস্তবায়ন করতে এবং হংকংয়ের পরিস্থিতিকে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনতে হয়েছে। অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয়েছে এবং সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিতে হয়েছে। বিগত পাঁচ বছরে আপনার কাজের জন্য কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণভাবে কৃতজ্ঞ।”

প্রেসিডেন্ট সি আশা করেন, ক্যারি লাম নতুন প্রধান নির্বাহী এবং নতুন এসএআর সরকারকে আইন অনুযায়ী শাসনকাজ পরিচালনা করতে এবং হংকং ও দেশের উন্নয়নে অবদান রাখতে সমর্থন করবেন।

মাতৃভূমিতে হংকংয়ের প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উদযাপন এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হংকংয়ে আসায় ক্যারি লাম আন্তরিকভাবে প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানান।

Share this story on

Messenger Pinterest LinkedIn