বাংলা

সিনচিয়াংয়ের পণ্য নিষিদ্ধ করে নিজেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-06-23 17:06:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২৩: গত মঙ্গলবার মার্কিন শুল্ক বিভাগ এবং সীমান্ত রক্ষা ব্যুরো তথাকথিত ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ প্রস্তাব’ অনুযায়ী, চীনের সিনচিয়াংয়ে উত্পাদিত সবপণ্যকে ‘বাধ্যতামূলক শ্রমে’ জড়িত হিসেবে নির্ধারণ করে এসবের আমদানি নিষিদ্ধ করেছে। আসলে সবাই বুঝতে পারে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল বাণিজ্য ক্ষেত্রে চীন থেকে বিচ্ছিন্ন হওয়া, সিনচিয়াং এবং গোটা চীনকে বিশ্বের শিল্প চেইনের বাইরে রাখা। যাতে সিনচিয়াং ইস্যু দিয়ে চীনকে প্রতিরোধ করা যায়।

যুক্তরাষ্ট্রের বাজার ছাড়া সিনচিয়াংয়ের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। তবে যুক্তরাষ্ট্রে সিনচিয়াংয়ের পণ্য আমদানি বন্ধ হলে অনেক ক্ষয়ক্ষতি হবে। বিশ্বায়নের বর্তমান এ সময়ে সিনচিয়াংয়ের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সিনচিয়াংয়ের উইগুর কর্মীরা ব্যাপকভাবে প্রতিষ্ঠানের উত্পাদনে অংশ নিচ্ছে, সুন্দর জীবনের জন্য চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র প্রমাণ ছাড়া তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রমের’ মিথ্যা সৃষ্টি করেছে, সিনচিয়াংয়ের সবপণ্যকে বাদ দিতে চায় তারা। আসলে তা নিজ দেশকে অবরুদ্ধ করার মত আচরণ। যুক্তরাষ্ট্রের সিনচিয়াংয়ের পণ্যকে অস্বীকার করা মানে হলো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া, সুযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া, এবং ভবিষ্যত থেকে বিচ্ছিন্ন হওয়া।

সময় প্রমাণ করবে যে, অন্যের পথকে বিচ্ছিন্ন করলে অবশেষে নিজের পথও বিচ্ছন্ন হয়ে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn