চাও আন
চাও আন, তাঁর আসল নাম সুন ইয়াং। তিনি ১৯৯৩ সালের ১ ফেব্রুয়ারিতে চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনের মূল-ভূখণ্ডের একজন র্যাপার এবং টিভি ও চলচ্চিত্র অভিনেতা। তিনি চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়, নানচিংয়ের স্নাতক।
প্রাথমিক বিদ্যালয়ের পড়ার ষষ্ঠ বছরে, চাও আন ‘ইয়াংতসে ইভনিং পোস্ট’-এ তাঁর প্রবন্ধ পাঠান এবং তাঁর দু’টো প্রবন্ধ নির্বাচিত হয়। ৪০০ ইউয়ানের সম্মানী তাঁর প্রথম আয় ছিল। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়, নানচিংয়ের নাটক ও চলচ্চিত্র স্কুলে অভিনয় শিখতে শুরু করেন। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি র্যাপ সংগীতের সংস্পর্শে আসেন এবং মুগ্ধ হন। সুতরাং তিনি টিভি ও চলচ্চিত্র পরিবেশনের মঞ্চ থেকে র্যাপ সংগীতের মঞ্চে আসেন। পরে তিনি এর ওয়ান নামে একজন র্যাপারের সাথে ‘রাউন্ড ২’ নামে র্যাপ গ্রুপ গঠন করেন। বন্ধুরা, এখন আমি র্যাপ গ্রুপটির একটি গান আপনাদের শোনাতে চাই, কেমন? গানের নাম ‘দ্য ব্রিজ’।
২০২১ সালের ১৮ জুলাই চাও আন র্যাপ অনুষ্ঠান ‘র্যাপ স্টার দ্বিতীয় পর্বে’ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। একই বছরের ডিসেম্বরে তিনি কিউকিউ মিউজিক ফিউশন হিপহপ পুরস্কার অনুষ্ঠানে ‘বছরের নতুন শিল্পী’ পুরস্কার জেতেন। অনুষ্ঠানে তিনি চীনের নতুন শিল্প-সংগীত গায়িকা ও প্রতিষ্ঠাতা গং লিননা’র সাথে গাওয়া ‘অস্বস্তিকর নয়’ গানটি ‘সেরা বৈচিত্র্যের র্যাপ স্টেজ’ পুরস্কার জেতে। আচ্ছা বন্ধুরা, এখন আমি চাও আন ও গং লিননা’র সঙ্গে গাওয়া অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘ক্লাউনের স্বগতোক্তি’।
২০২৩ সালের ১৩ এপ্রিল চাও আন তাঁর প্রথম মিক্সটেপ অ্যালবাম ‘বিট প্লেয়ার’ প্রকাশ করেন। এতে মোট দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। কিছুক্ষণ আগে আপনারা যে ‘ক্লাউনের স্বগতোক্তি’ গানটি শুনছিলেন, সেটাও এ অ্যালবামে রাখা হয়। কিন্তু বন্ধুরা, এখন আমি অ্যালবামে রাখা অন্য দু’টো গান আপনাদের শোনাতে চাচ্ছি। গানের নাম ‘বাচাল’ এবং Kylin ‘কিলিন’।
২০২৪ সালের ১০ এপ্রিল চাও আন একক মিনি অ্যালবাম ‘বাবল ভিশন’ প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত করা ৫টি গানের সব ক’টি তাঁর নিজের রচনা ও গাওয়া। তাহলে আমি মিনি অ্যালবাম থেকে দু’টো র্যাপ গান বেছে আপনাদের শোনাব, কেমন? গান দু’টি হলো ‘সময় জলের মতো’ এবং ‘তুমি অবশ্যই ফিরে আসবে’।
বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে চাও আন ও গং লিননা’র অন্য একটি গান ‘একটি চিন্তার অপমান করা হবে’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি।