বাংলা

হুয়াং ইং

CMGPublished: 2024-11-18 15:04:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হুয়াং ইং ১৯৮৯ সালের ২৮ জানুয়ারি চীনের সিছুয়ান প্রদেশের তাচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি ছোংছিং বিজ্ঞান ও প্রযুক্তি ক্যারিয়ার একাডেমির স্নাতক। ২০০৯ সালে তিনি হুনান টিভি’র প্রতিভা অনুষ্ঠান ‘সুপার গার্ল’-এ অংশ নিয়ে সারা দেশের রানার্স আপ হন। ২০১০ সালে তিনি তাঁর প্রথম একক ইপি ‘ছোট হুয়াং ইং, বড় সূর্য’ প্রকাশ করেন।

২০১১ সালে হুয়াং ইং একটি জনকল্যাণমূলক চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রের থিমসং ‘সাধারণ মা’ গানে কণ্ঠ দেন। এটি ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। একই বছর চলচ্চিত্রটি দিয়ে তিনি ‘শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র দিবস’-এ সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য মনোনীত হন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের চলচ্চিত্রের থিমসং ‘সাধারণ মা’ গানটি শোনাই, কেমন?

‘উজ্জ্বল হাঁটা’ হলো ২০১২ সালের জুনে হুয়াং ইং প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম। অ্যালবামের একটি হাঁটার ধারণা আছে। হুয়াং ইং আশা করেন, অনুরাগীদের সাথে গান ভাগাভাগি করার সঙ্গে সঙ্গে ‘আসল হৃদয়ে ফিরে এসে, উজ্জ্বল জীবনের মূল্যায়ন’-এর পরিবেশ সংরক্ষণ চেতনায় উদ্যোমী হওয়া। অ্যালবামের শিরোনাম গানে তিনি মসৃণ সুর ও অসাধারণ গায়কীর মাধ্যমে একটি জাতিগত রীতিনীতির সুন্দর ছবি আঁকেন। অ্যালবামে রাখা অন্য একটি গান ‘জাগা’য় হুয়াং ইং নির্মল লোক শৈলী ব্যাখ্যা করেছেন, যা পুরোপুরিভাবে গভীর রাতে সবচেয়ে স্বাভাবিক ও বাস্তব হৃদয় জাগাতে পারে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি এখন ‘উজ্জ্বল হাঁটা’ এবং ‘জাগা’ দু’টো গান আপনাদের শোনাচ্ছি।

২০১৫ সালের ১১ মার্চ হুয়াং ইংয়ের ‘আমাকে তোমাকে ভালবাসতে দাও’ গানটি প্রকাশিত হয়। এটি ছিল এক টিভি নাটকের গান। হুয়াং ইংয়ের ‘নতুন লোক গানের রানী’র নাম আছে। এবার তিনি কোরীয় স্টাইলের প্রেমের গান চ্যালেঞ্জ করেন। কমনীয় সুর ও বৈশিষ্ট্যময় গাওয়ার মাধ্যমে শ্রোতারা ‘ইং স্টাইলের গাওয়া’র অন্যরকম কোমলতা অনুভব করতে পারেন। হুয়াং ইং তাঁর বৈশিষ্ট্যময় গাওয়ার মাধ্যমে নাটকে রূপকথার মতো প্রেম ব্যাখ্যা করেছেন।

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের হুয়াং ইংয়ের অন্য একটি গান শোনাই। গানের নাম ‘বসন্ত দিনে বাতাসের জন্য অপেক্ষা’।

Share this story on

Messenger Pinterest LinkedIn