“মিঃ সামুদ্রিক কচ্ছপ”
২০১০ সালের অগাস্টে কয়েক বার সদস্য পরিবর্তনের মধ্য দিয়ে “মিঃ সামুদ্রিক কচ্ছপ” বর্তমানের তিনজনের দল গড়ে তোলে। আদিকাল রক সংগীতের তিনটি যন্ত্র গিটার, ব্যাস ও ড্রামের কারণে ব্যান্ডটির শৈলী আরো বৈশিষ্ট্যময় ও প্রাণবন্ত। ২০১২ সালে ব্যান্ডটি মিউজিক রেকর্ড কোম্পানি “আধুনিক আকাশের” সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, ব্যান্ডের নামে “মিঃ সামুদ্রিক কচ্ছপ” অ্যালবাম প্রকাশ করে এবং বেইজিংয়ে স্থানান্তরে চলে আসে। বন্ধুরা, এখন আমি অ্যালবাম থেকে দু’টো গান বেছে, আপনাদের শোনাই, কেমন? শুনুন তাহলে “ছেলে, কাঁদিস না” এবং “ম্যাকারেনা” গান দু’টি।
গানটি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘হাসি’। আশা করি, আজকের অনুষ্ঠানের অন্যান্য গানের মতো এই গানটিও আপনাদের ভালো লাগবে।