বাংলা

‘কাউকে অপেক্ষা’

CMGPublished: 2024-11-13 15:53:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, চীনে এমন একটি কথা আছে, ভালো ভোরবেলা ভালো একটি দিনের সূচনা করতে পারে। এমন অনেক গান আছে, এর সুর খুব আনন্দময় এবং শুনলে মনে শক্তি পাওয়া যায়, দুশ্চিন্তা দূর হয়। তাহলে, আজ আপনাদের এমন গান শোনাবো, যাতে আপনাদের ভালো মেজাজ তৈরি হয়।

বন্ধুরা, এখন শুনুন ‘কাউকে অপেক্ষা’ নামে একটি গান। গানের শিল্পী কুও সি’। গানের কথায় বলা হয়, যে মানুষ আছে, সে অপেক্ষা করছে। স্মৃতি, আরো জোরদার হচ্ছে। যে মানুষ চলে গেছে, সে আর ফিরে তাকায় না। আর কোনো খবর নেই। যে মানুষ আহত হয়েছে, সে অপেক্ষা করছে আর করছে। কে তার অশ্রু মুছে ফেলতে আসে। যে মানুষ পালিয়ে গেছে, সে আর ফিরে আসে না। মানুষের ভিড়ে অদৃশ্য হয়ে গেছে। সে দরজার ভিতরে থাকে, কোনো একজনের অপেক্ষা করে।

বন্ধুরা, এখন শুনুন ‘মিস করি, ভুলে যায় না’ নামের গানটি। গানের কন্ঠশিল্পী লি রুং হাও। গানের কথায় বলা হয়, এই রেস্তরাঁ পার হয়ে আমি শুধু সুপ খেতে চাই। আগে আমরা এখানে আসতাম। কি হয়েছে, কি হয়েছে, আমি কেন সবসময় তোমার কথা ভাবছি। তুমি কেন আমার হৃদয় থেকে চলে যাও না। আমি কেন তোমার কথা ভুলতে পারি না। শুধু সুপ দেখেছি, তবে আমি এত মর্মাহত হই। তুমি কি আমার মতো ভাবো?

বন্ধুরা, এখন শুনুন ‘আস্তে আস্তে তোমাকে পছন্দ করি’ গানটি। গানের কণ্ঠশিল্পী মো ওয়েন ওয়েই। গানের কথায় বলা হয়, বইতে সবসময় এভাবে লিখতে পছন্দ হয়, আনন্দময় সন্ধ্যায়, ছেলেটি সাইকেল চালায়, প্রিয় মেয়েটি সাদা কাপড় পরে। এত বেশি গল্প, খুব রোম্যান্টিক মনে হয়। এত বেশি দুঃখ, বিদায় দিতে হয়। অনেক দিন ধরে বইটি শেষ করা যায় না। তুমি বলো, আমাকে নিয়ে তোমার জন্মস্থানে যাবে। অতীত ও বর্তমান, সব এক। আস্তে আস্তে তোমাকে পছন্দ করছি।

বন্ধুরা, এখন শুনুন ‘সেদিন’ নামের গানটি। গেয়েছেন শিল্পী ওয়েই তা সুন। গানের কথায় বলা হয়, মাথা উঠিয়ে দেখেছি সেই ছবিগুলো, হঠাত্ অতীতের কথা মনে ভেসে ওঠে। টেবিলে কলমের দাগ, চোখের সামনে তোমার হাসি মুখ, শেষ করা যায় না সে পরীক্ষার কাগজগুলো। সূর্যের আলোয়, জানালার বাইরে গাছের পাতা। আর সেদিনে ফিরে যায় না। অদৃশ্য অতীতের কথা।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম ‘ঠিক তুমি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn