বাংলা

লি শিয়াওইউন

CMGPublished: 2024-11-13 11:01:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লি শিয়াওইউন বা মিশেল লি ১৯৮৭ সালের ১৬ মার্চ কানসু প্রদেশের রাজধানী লানচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষা পপসংগীত মহলের একজন গায়িকা, গীতিকার ও একজন মঞ্চ অভিনেত্রী। ২০০৯ সালে তিনি হুনান টিভি’র ‘সুপার গার্ল’ নামে অনুষ্ঠানে অংশ নিয়ে সারা দেশের ফাইনালে রানার্স-আপ হন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। একই বছর তিনি তাঁর একক মূল গান ‘অধঃক্ষেপণ’ প্রকাশ করেন।

প্রাথমিক বিদ্যালয় থেকেই সংগীতের প্রতি লি শিয়াওইউনের অনুরাগ জন্মায়। তাঁর বাবা অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। ছোটবেলা থেকেই তিনি বেহালা, অ্যাকর্ডিয়ন ও ইলেকট্রনিক কীবোর্ড ইত্যাদি শিখতে শুরু করেন। যখন তাঁর বয়স ১৬ বছর, তিনি প্রথমবারের মতো একটি সম্পূর্ণ গান লেখেন। গানের নাম ‘বরং হবে’। ২০১০ সালের ৭ জুলাই তিনি প্রথম একক অ্যালবাম ‘সব নীল’ প্রকাশ করেন। এতে ‘বাবা’র দেওয়া শক্তি’ ও ‘অভ্যাস’সহ মোট দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। অ্যালবাম দিয়ে তিনি নবম মিউজিক রেডিও চীনের টপ তালিকায় মূল-ভূখণ্ডে বছরের মিডিয়া সুপারিশ গায়িকা পুরস্কার জেতেন। অ্যালবামের শিরোনাম গানটিও বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে বছরের গোল্ডসং পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জেতে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘সব নীল’ এবং ‘বাবা’র দেওয়া শক্তি’- এ দু’টো গান আপনাদের শোনতে চাই, কেমন?

২০১২ সালের ২২ অক্টোবর লি শিয়াওইউন তাঁর প্রথম একক ইপি ‘ঘর ১৫০১’ প্রকাশ করেন। এতে ‘সম্ভব ও ‘তুমি ঠিকই বলেছো’সহ ৭টি গান রাখা হয়। অ্যালবামের নাম বেইজিংয়ে তার বাসার নম্বর। ইপি’টি ২০তম বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে বছরের সেরা ইপি পুরস্কার জেতে। একই বছরের ৩ নভেম্বর তিনি একই নামে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি লি শিয়াওইউনের ইপি’র শিরোনাম গানটি আপনাদের শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাবো ইপি’তে রাখা অন্য একটি গান ‘সম্ভব’।

২০২১ সালের ১৫ জুলাই লি শিয়াওইউন তাঁর তৃতীয় অ্যালবাম ‘রোমান্টিক রোগ’ প্রকাশ করেন। ২০২০ সালে তিনি প্রায়ই একটি ফাঁকা জায়গায় ছিলেন। অ্যালবামের প্রযোজক হিসেবে এক বছরের প্রচুর একা সময়ে তিনি সবই গানের লিরিক্স, সংগীত, রচনা ও তৈরি সম্পন্ন করেছেন। তিনি এক বছরের সত্যিকার অনুভব সংগীতের কাঠামো ও পর্যায় এবং সংগীতের খুঁটিনাটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়েছেন। একই বছরের ২৩ সেপ্টেম্বরে তিনি একক গান ‘অস্থায়ী অস্তিত্ব’ প্রকাশ করেন। বন্ধুরা, তাহলে এখন আমি ‘রোমান্টিক রোগ’ অ্যালবামে রাখা ‘তুমি আমি’ নামে একটি গান আপনাদেরকে শোনাবো, কেমন?

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে লি শিয়াওইউনের আরেকটি গান শোনাবো। গানের নাম ‘ব্যক্তিগত ভ্রমণ’।

Share this story on

Messenger Pinterest LinkedIn