লি শিয়াওইউন
২০২১ সালের ১৫ জুলাই লি শিয়াওইউন তাঁর তৃতীয় অ্যালবাম ‘রোমান্টিক রোগ’ প্রকাশ করেন। ২০২০ সালে তিনি প্রায়ই একটি ফাঁকা জায়গায় ছিলেন। অ্যালবামের প্রযোজক হিসেবে এক বছরের প্রচুর একা সময়ে তিনি সবই গানের লিরিক্স, সংগীত, রচনা ও তৈরি সম্পন্ন করেছেন। তিনি এক বছরের সত্যিকার অনুভব সংগীতের কাঠামো ও পর্যায় এবং সংগীতের খুঁটিনাটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়েছেন। একই বছরের ২৩ সেপ্টেম্বরে তিনি একক গান ‘অস্থায়ী অস্তিত্ব’ প্রকাশ করেন। বন্ধুরা, তাহলে এখন আমি ‘রোমান্টিক রোগ’ অ্যালবামে রাখা ‘তুমি আমি’ নামে একটি গান আপনাদেরকে শোনাবো, কেমন?
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে লি শিয়াওইউনের আরেকটি গান শোনাবো। গানের নাম ‘ব্যক্তিগত ভ্রমণ’।