‘সাদা চা’
বন্ধুরা, এবার আমরা শুনবো ছেন শুয়েই নিংয়ের ২০১৯ সালে প্রকাশিত খুব জনপ্রিয় একটি গান ‘সবুজ’। এই গানের অনুপ্রেরণা তিনি ও তার বন্ধুর কথোপকথন থেকে এসেছে। গানে লেখা হয়, মানুষদের মধ্যে জটিল সম্পর্ক ও আবেগের কথা। তিনি এমন জটিল সম্পর্ক ও আবেগ ‘সবুজ’ দিয়ে বর্ণনা করেন, যা বিভিন্ন সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। গানে ছেন শুয়েই নিংও চীনের ঐতিহ্যবাহী সংগীতের উপাদান যোগ করে, যা গানটিকে আরও আকর্ষণী করে তোলে। গানটি অনেক সংগীত প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় বার্ষিক গানের পুরস্কার জয় করে। বন্ধুরা, এখন ছেন শুয়েই নিংয়ের এই জনপ্রিয় গান ‘সবুজ’ শুনুন।
বন্ধুরা, এবার আমরা শুনবো ছেন শুয়েই নিংয়ের অন্য একটি ব্যাপক জনপ্রিয় গান; গানের নাম ‘তোমার বার আমার জন্য বন্ধ’। গানে লেখা হয়- প্রেম হারানোর পরে অনুভূতির পরিবর্তন। এটি দুঃখের প্রেম গান হলেও বেশি দুঃখ লাগে না, বরং একই অনুভূতি পাওয়া মানুষকে সান্ত্বনা দেয়। মুক্তির এক বছরে ইন্টারনেটে এই গানের ২.৬ বিলিয়নেরও বেশি ক্লিক হয় এবং অনেক পুরস্কারও লাভ করে। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো, ছেন শুয়েই নিংয়ের এই জনপ্রিয় গান ‘তোমার বার আমার জন্য বন্ধ’।
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছেন শুয়েই নিংয়ের আরেকটি সুন্দর গান ‘আমি তোমার অর্ধেক কবিতা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।