বাংলা

‘পশ্চিম হ্রদের প্রেমের গান’

CMGPublished: 2024-11-05 14:43:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, এমন অনেক গান আছে, যা প্রত্যেকের যৌবনের সময়ের প্রিয়। যা শুনে মনে যৌবনের সুন্দর স্মৃতি ভেসে ওঠে। তা যেন যৌবনের একটি প্রতীক, এমন সুর কখনই স্মৃতি থেকে যাবে না। আজ এমন গান আপনাদের শোনাবো, আশা করি তা আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, এখন শুনুন ‘সবচেয়ে দূরের তুমি, আমার সবচেয়ে কাছের প্রেম’ গানটি। গানের কণ্ঠশিল্পী চে জি লিং। গানের কথায় বলা হয়, রাত নিস্তব্ধ। তুমি তোমার উদ্বেগ কাকে বলবে? ফিরে তাকাতে নারাজ। সব ভালবাসা মিস হয়ে যায়। আমাকে কাপুরুষ বলে হাসবে না। আমি কখনই এটি বের করতে পারি না। জীবনটা নিস্তেজ কেন। ঝড়ের পর মালিকানা কোনো ব্যাপার না। সুযোগ দেখো, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ‘আগামীকালের আজকাল’ নামের গানটি। গেয়েছেন চীনের পুরুষ কণ্ঠশিল্পী ছেন ই সুন। গানের কথায় বলা হয়, প্রেম না করলেও আলাদা করার দরকার নেই। এই মুহূর্তে যদি আমি গুরুতরভাবে বিভ্রান্ত হয়ে পড়েছি। আদর করার দরকার নেই, সবসময় বিছানায় স্বপ্ন দেখি। আমি আর সারাজীবন দুঃখ পাবো না। বেঁচে থাকার জন্য মানুষকে সবসময় সাহসী হতে হয়। আমার এখনও আবার একটি ইচ্ছা আছে, যেমন, ভাঙা প্রেম সহ্য করতে শিখি।

বন্ধুরা, এখন শুনুন ‘পশ্চিম হ্রদের প্রেমের গান’, গানের কণ্ঠশিল্পী চিয়াং ইয়াং চুও মা। গানের কথায় বলা হয়, তুমি চলে যাওয়ার পর থেকে আমি আমার কোমলতা হারিয়ে ফেলেছি। এই তুষারময় পাহাড়ি রাস্তায় দীর্ঘ অপেক্ষা করি। ঠাণ্ডা বাতাসের আর্তনাদ শুনি। এক নজরে দেখতে পাচ্ছি না, বাতাস আমার মুখ ছুরির মতো কাটছে। পশ্চিম হ্রদের নীল আকাশের জন্য অপেক্ষা করা যায় না। নিঃশব্দে বিস্তীর্ণ মালভূমির কথা। মনে রেখো তুমি আমাকে কথা দিয়েছিলে। তুমি আমাকে মিস করতে দেবে না।

বন্ধুরা, এখন শুনুন ‘শেষ স্নেহ’ নামের গানটি। গানের কণ্ঠশিল্পী লান ইয়ু। গানের কথায় বলা হয়, আমাকে মিস করো, তোমার শেষ কোমলতা ব্যবহার করো। তুমি যেখানেই থাকো না কেন, কোন ব্যাপার না। আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি জানো। বিচ্ছেদ শেষ পছন্দ নয়, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছি না।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম ‘একসাথের দিনগুলো’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn