চিয়াং সিন
২০০৭ সালের জানুয়ারিতে, চিয়াং সিন তাঁর চতুর্থ অ্যালবাম ‘আমি শুধু কোন ফুল নই’ প্রকাশ করেন। অ্যালবামটি তাজা ও উষ্ণ, কিন্তু শক্তির অভাব নেই। অ্যালবামটি সহজ, সুগম, উজ্জ্বল ও আনন্দদায়ক মনোভাব ভরপুর। ব্যক্তিত্বের চেতনাকে তুলে ধরা রক সংগীতে চিয়াং সিন ব্রিটিশ রক, নর্ডিক পপ, ইলেকট্রনিক ও পপসহ বহুমুখী সংগীত উপাদান যোগ করেন। গানটি শুনতে সতেজ ও উষ্ণ। তাঁর অ্যালবামে রক সংগীত আর উদাসীন, উচ্চকণ্ঠ বা নিষ্ঠুর নয়, বরং চিয়াং সিনের সত্যিকার জীবনযাপনের দৃষ্টিভঙ্গি ও স্মার্ট ভয়েস এবং সুন্দর হৃদয়ানুভীতি ও রক সংগীতের প্রতি তাঁর গভীর নিষ্ঠা প্রকাশ পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘আমি শুধু কোন ফুল নই’ আপনাদের শোনাব।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে চিয়াং সিনের ‘ইচ্ছা নামের রাস্তার গাড়ি’ গানটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি।