‘গ্রীষ্মের ফুলের মতো জীবন সুন্দর হোক’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, এই 'নিউ বোই' গানটির মাধ্যমে আপনারা অনেকেই ফু শু'র সঙ্গে পরিচিত। ফু শু ১৯৭৩ সালের নভেম্বরে চীনের নানচিং শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা বেইজিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৯৩ সালে তিনি ক্যাপিটাল নর্মাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। তবে মাত্র এক বছর পর তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন এবং সংগীতের জগতে পা রাখেন। ১৯৯৬ সালে তিনি একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ১৯৯৯ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। এখন আমরা উপভোগ করব 'বার্চ বন' শীর্ষক গান।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ফু শু’র কন্ঠে 'গ্রীষ্মের ফুলের মতো জীবন সুন্দর হোক' শীর্ষক গান। আমি আগেই বলেছি, ২০০৩ সাল ফু শু'র জন্য বিশেষ একটি বছর। কারণ, এ বছর তিনি প্রকাশ করেন তার অ্যালবাম 'গ্রীষ্মের ফুলের মতো জীবন সুন্দর হোক'। এ অ্যালবাম ফু শু-কে এনে দেয় ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা। এখন আমরা শুনবো ‘ফরএভার ইয়াং' গানটি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আমার মতে ফু শু বিশেষ একজন কন্ঠশিল্পী। তিনি গান গাইতে পছন্দ করেন। তিনি বিনোদন-বাণিজ্য পছন্দ করেন না। ২০০৩ সালের পর তিনি কোনো অ্যালবাম প্রকাশ করেননি। সবার দৃষ্টির সামনে থেকে তিনি অদৃশ্য হয়ে যান যেন। এখন আমরা শুনবো তার ২০০৩ সালে প্রকাশিত গানগুলো। প্রথমে আমরা শুনবো ‘আশার মাঠে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ফু শু’র কন্ঠে 'আশার মাঠে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি তোমাকে ভালোবাসি, বিদায়’ শিরোনামের গান শোনাবো। গানের কথা এমন: আমি চিরকাল তোমাকে ভালোবাসবো। আমাদের ভালোবাসার প্রতিশ্রুতি আজ কোথায়? আমার কাঁন্নারত প্রেমিকা, তুমি ক্ষমা করতে পারো কি না তাকে, যার ভালোবাসা তোমাকে আঘাত করে?
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।