‘ঘনিষ্ঠ সম্পর্ক’
আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন বিখ্যাত গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চেং সিয়উ ওয়েন। তিনি বৈচিত্র্যময় গানের শৈলী ও বৈশিষ্ট্যময় কণ্ঠের জন্য পরিচিত। তাকে হংকং সংগীত মহলের ‘রানী’ হিসেবে পরিচিত। সংগীত জীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং হংকংয়ের অনেক অ্যালবাম বিক্রির রেকর্ড ধরে রেখেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চেং সিয়উ ওয়েনের একটি সুন্দর গান ‘দীর্ঘশ্বাস’।
চেং সিয়উ ওয়েন ১৯৭২ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি হংকংয়ের টিভি স্টেশনের একটি গান প্রতিযোগিতায় অংশ নেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। ভালো পারফর্মেন্সের জন্য প্রতিযোগিতা শেষে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং দুই বছরের পেশাদার সংগীত প্রশিক্ষণ নেন। ১৯৯০ সালে চেং সিয়উ ওয়েন তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একজন নতুন গায়িকা হিসেবে তার এই অ্যালবাম ভালো সাড়া পেয়েছে, তিনি হংকংয়ের বার্ষিক জনপ্রিয় নতুন গায়িকার পুরস্কারও পেয়েছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো চেং সিয়উ ওয়েনের একটি সুন্দর গান ‘উঁচু পাহাড় ও নিম্ন উপত্যকা’।
১৯৯১ সালে চেং সিয়উ ওয়েন তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন, পরে একটি টিভি সিরিজে অভিনয় করেন। তখন থেকে তিনি গায়ক ও অভিনয় দুটি কাজ করে জীবন শুরু করেন এবং তিনি খুব ভালো করেন। ১৯৯২ সালে তিনি চীনের বিখ্যাত গায়ক ও অভিনেতা চাং শুয়ে ইয়ৌ’র সঙ্গে চলচ্চিত্র ‘সেরায়’ অভিনয় করেন এবং এজন্য ১২তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের ‘শ্রেষ্ঠ নতুন অভিনেত্রী পুরস্কারের’ মনোনীত হন। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো চেং সিয়উ ওয়েন চলচ্চিত্র ‘সৌভাগ্যবান লোক’-এর জন্য গাওয়া একটি সুন্দর গান ‘ঘনিষ্ঠ সম্পর্ক’।