সনেট
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'বিদায়, আমার বন্ধু' শীর্ষক গান। এখন শুনুন 'ছোট সাদা নৌকা' শীর্ষক গান। এ গানে বলা হয়েছে: 'নীল কাশগঙ্গায় রয়েছে ছোট একটি সাদা নৌকা। নৌকায় একটি অস্মান্তুস গাছ রয়েছে। গাছটিতে একটি খরগোশ খেলা করছে।'
প্রিয় শ্রোতা, আপনারা হয়ত গানের কথাগুলো শুনে বুঝতে পারছেন, আসলে ছোট সাদা নৌকা ডাকা হয়েছে চাঁদকে। শুনুন তাহলে গানটি।
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'ছোট সাদা নৌকা ' শীর্ষক গান। এখন শুনবেন ‘সনেট’ নামের একটি গান। সনেট হলো ইউরোপের এক ধরনের কবিতার ফর্ম। সাধারণত সনেট-এ ১৪টি বাক্য থাকে এবং প্রতিটি বাক্যে থাকে ১৪টি শব্দ। পাই ইয়ু'র এই গানের কথা ১৪টি লাইনে শেষ হয়েছে। হয়তো এ কারণে তিনি এ গানের নাম ‘সনেট’ দিয়েছেন। শুনুন তাহলে গানটি।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।