বাংলা

‘ধূসর ট্র্যাক’

CMGPublished: 2024-10-21 15:09:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের রক ব্যান্ড ‘বিয়ন্ড’-এর ‘গৌরবময় দিন’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো ব্যান্ডদল ‘বিয়ন্ড’ (beyond)-এর সাথে, শোনাবো এই ব্যান্ডের কয়েকটি গান। বিয়ন্ড চীনের হংকংয়ের একটি রক ব্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে যুবক 'হুয়াং চিয়া চু' এবং 'ইয়ে সি রং'-এর বন্ধুত্ব হয়। দুজনেই ব্রিটিশ রক গান পছন্দ করেন। তাই হুয়াং চিয়া চু ও ইয়ে সি রং এবং অন্য দু'জনসহ চার জন মিলে বিয়ন্ড নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এখন আমি আপনাদেরকে ব্যান্ডের ‘ধূসর ট্র্যাক’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘আর দ্বিধা নেই’ শীর্ষক গান। ১৯৮৮ সালে তারা বিখ্যাত একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এটা ব্যান্ডের সদস্যদের পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট। তখন থেকে তাঁরা গানের মাধ্যমে সামাজিক অশুভ শক্তিগুলোর সমালোচনা করা শুরু করেন। এসময় তাদের গান আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘আমি সত্যি তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘আমি সত্যি তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান। একই বছর সেপ্টেম্বর মাসে তারা প্রকাশ করেন 'Secret police' নামের একটি অ্যালবাম। এ অ্যালবাম তাদের সংগীতরীতিকে জনপ্রিয় করে তোলে। প্রিয় বন্ধুরা, এখন শুনবো এ অ্যালবামের ‘ভূমি' শীর্ষক একটি গান। এ গান ১৯৮৮ সাল পর্যন্ত বিয়ন্ডের সবচেয়ে জনপ্রিয় একটি গান ছিল। এ দলের প্রধান গায়ক হুয়াং চিয়ে চুর বদলে গিটারবাদক হুয়াং কুয়ান চুং গানটি গেয়েছেন। ১৯৮৮ সালে হংকংয়ে এ গান প্রকাশ করা হয়। এতে মাতৃভূমির প্রতি হংকংয়ের ভালোবাসা প্রকাশিত হয়েছে।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn